শিরোনাম
অসুস্থ আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়ার শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র নেতৃবৃন্দ লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত চৈত্রের বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ না অভিশাপ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী রানী মুখার্জীর শুভ জন্মদিন আজ মা’গো———- ওও —————মা’গো নবীগঞ্জে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন (সেলিম) এর দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিরাজগঞ্জের পাঙ্গাঁসীতে সরকারি রাস্তা দখল করে বহুতল ভবন নির্মাণের তদন্ত করলেন উপজেলা এসিল্যান্ড সাইবার ট্রাইব্যুনাল মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ কারাগারে সিরাজগঞ্জে র‌্যাব-১২এর অভিযানে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

আওয়ামীলীগ সরকারের পতনঘন্টা বেজে উঠেছে: খন্দকার আব্দুল মুক্তাদির

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
খন্দকার আব্দুল মুক্তাদির

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ২০২৩ সাল হবে শেখ হাসিনা সরকারের পতনের বছর, লক্ষ লক্ষ মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার পালানোর পথ খোঁজে পাবে না। আওয়ামীলীগ সরকারের পতনঘন্টা বেজে উঠেছে। পতনের ভয়ে সরকার হিস্র আচরন করছে।

দূর্নীতি, লুঠপাট, গুম, খুন, হামলা, মামলা দিয়ে বিএনপিসহ সাধারণ মানুষের উপর নির্যাতন চালানো হচ্ছে। আর অন্যদিকে দেশের মানুষকে দারিদ্র্যসীমার নিচে রেখে ইউরোপ, আমেরিকা, কানাডাতে সম্পদের পাহাড় গড়ে তোলা হয়েছে। আপনারা ঐক্যবদ্ধভাবে রাজপথে অংশ নিন, লুটেরাদের হাত থেকে গণতন্ত্র ও দেশকে উদ্ধার করতে হবে,  আমাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ।

তিনি মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) রাত আটটার সময় ২০নং ওয়ার্ডের বালুচর পয়েন্ট সংলগ্ন মাটে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলীম দিপক’র সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য মতিউল বারী চৌধুরী খুর্শেদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ শাখাওয়াত হোসেন জীবন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মহানগর বিএনপি’র আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, আহবায়ক কমিটির সদস্য এড. আতিকুর রহমান সাবু, সিলেট জেলা জাসাসের সাবেক সভাপতি জসীম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট শাখার সদস্য সচিব নাকি মোর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

কাউন্সিলে সভাপতি পদে মোহাম্মদ লুৎফুর রহমান মোহন, সাধারণ সম্পাদক পদে সৈয়দ লোকমানুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আকবর হোসেন কয়সর নির্বাচিত হন। এ সময় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড.আতিকুর রহমান সাবু, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জসীম উদ্দিন ও  সাবের আলী খান। কাউন্সিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনাস মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ