ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন: সভাপতি ইসমাইল, সম্পাদক রায়হান জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত -১, আহত- ১ জয়পুরহাটে আগাম জাতের আলু তোলায় ব্যস্ত কৃষক লিট্ল স্টার মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ সম্পন্ন লিট্ল স্টার কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলে চাকরির সুযোগ লিট্‌ল স্টার মেধাবৃত্তি পরীক্ষা-২৪ সম্পন্ন নওগাঁর মান্দায় মিষ্টি আলুর গাছ কাটাকে কেন্দ্র করে কুপিয়ে জখম নওগাঁয় শিক্ষার্থীদের দিয়ে এইচপিভি টিকাদান কার্যক্রম উদ্বোধন নওগাঁয় পাগলা শিয়ালের আক্রমন ও কামড়ে ৩ নারীসহ ৫ জন আহত কাজ না করে সরকারি টাকা লোপাট” এর সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহনের দাবীতে পথ সভা

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ভাড়া দেয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাগম

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ভাড়া দেয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাগমে বক্তারা বলেছেন, শহিদ মিনার কেবল ইট সিমেন্টের স্থাপনা নয়, এটি দেশের জন্য যারা আত্মাহুতি দিয়েছিলেন তাদের চেতনাকে সঞ্চারিত করার স্তম্ভ।

শহিদ মিনার জাতীয় ঐক্য ও শৌর্যের প্রতীক। ফলে শহিদ মিনারকে ভাড়া প্রদান বা বাণিজ্যিকভাবে ব্যবহারের চিন্তা বাঙালি চেতনা ও জাতীয়বাদের বিরুদ্ধেই চক্রান্ত। এমন চক্রান্তকে প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রয় শহিদ মিনারের সামনে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রকল্প বাস্তবায়ন পরিষদের আহ্বানে এই প্রতিবাদ সমাগমের আয়োজন করা হয়।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রকল্প বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য হ্যারল্ড রশিদ সভাপতিত্বে ও আরেক সদস্য এনামুল মুনীর-এর সঞ্চালনায় এতে সিলেটের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শুরুতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রকল্প বাস্তবায়ন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম।

লিখিত বক্তব্যে বলা হয়- প্রতিক্রিয়াশীর চক্র বাংলাদেশের উপর আক্রমন চালাতে সবসময় এই শহিদ মিনারে হানা দেয়। এ আক্রমন হয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক। বাংলার মানুষ শহিদ মিনারের সুরক্ষিত চেতনাকে শানিত করে যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি চেতনাকে ভোতা করে দিতে বৈরি শক্তি আজও নানা ফন্দিফিকির করছে।

লিখিত বক্তব্যে বলা হয়, শহিদ মিনার হবে চেতনার গণিপরিসর। এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। নতুন প্রজন্ম এখানে এসে বাঙালির গৌরবোজ্জ্বোল ইতিহাস জেনে গর্বিত হবে। এখানে বাণিজ্যিক স্থাপনা নির্মান ও ভাড়া দেওয়ার পরিকল্পনা চরম ধৃষ্টতা। শহিদ মিনারের চেতনাবিনাশী সকল তৎপরতা আমাদের রুখে দিতে হবে। শহিদ মিনারের মূল চেতনাকে নিয়ন্ত্রণ করার দুরভিসন্ধি আমাদের প্রতিহত করতে হবে।

সমাবেশে আয়োজকদের পক্ষ থেকে শহিদ মিনারে সমাবেশের জন্য ফি আদায়ের সিদ্ধান্ত বাতিল, আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার জন্য নির্মিত স্থাপনা অপসারণ, শহিদ মিনারের মূল নকশাবর্হিভূদ স্থাপনা অপসারণ, শহিদ মিনার কপপ্লেক্সের অপসামপ্ত কাজ দ্রুত সম্পন্নসহ সাত দফা দাবি জানানো হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ জাসদ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল ও দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী ও কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, সম্মিলিত সামাজিক আন্দোলন, সিলেট এর আহবায়ক জান্নাতারা পান্না, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ আহমদ বাহলুল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, নাট্যকার বাবুল আহমদ, সাংস্কৃতিক সংগঠক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বাদশা গাজী প্রমুখ।

প্রতিবাদ সমাগমে সংহতি জানান তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সাংস্কৃতিক সংগঠক বিভাস শ্যাম যাদন, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি মনিষা ওয়াহিদ, দুষ্কাল প্রতিরোধ আন্দোলনের নিরঞ্জন সরকার, হাওর রক্ষা আন্দোলনের সাজিদুর রহমান সোহেল, চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন, লেখক ও গবেষক এডভোকেট আব্দুল মালিক, সাংবাদিক দেবব্রত দিপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ভাড়া দেয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাগম

আপডেট সময় : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার ভাড়া দেয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাগমে বক্তারা বলেছেন, শহিদ মিনার কেবল ইট সিমেন্টের স্থাপনা নয়, এটি দেশের জন্য যারা আত্মাহুতি দিয়েছিলেন তাদের চেতনাকে সঞ্চারিত করার স্তম্ভ।

শহিদ মিনার জাতীয় ঐক্য ও শৌর্যের প্রতীক। ফলে শহিদ মিনারকে ভাড়া প্রদান বা বাণিজ্যিকভাবে ব্যবহারের চিন্তা বাঙালি চেতনা ও জাতীয়বাদের বিরুদ্ধেই চক্রান্ত। এমন চক্রান্তকে প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট কেন্দ্রয় শহিদ মিনারের সামনে সিলেট কেন্দ্রিয় শহিদ মিনার প্রকল্প বাস্তবায়ন পরিষদের আহ্বানে এই প্রতিবাদ সমাগমের আয়োজন করা হয়।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রকল্প বাস্তবায়ন পরিষদের অন্যতম সদস্য হ্যারল্ড রশিদ সভাপতিত্বে ও আরেক সদস্য এনামুল মুনীর-এর সঞ্চালনায় এতে সিলেটের সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শুরুতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রকল্প বাস্তবায়ন পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম।

লিখিত বক্তব্যে বলা হয়- প্রতিক্রিয়াশীর চক্র বাংলাদেশের উপর আক্রমন চালাতে সবসময় এই শহিদ মিনারে হানা দেয়। এ আক্রমন হয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক। বাংলার মানুষ শহিদ মিনারের সুরক্ষিত চেতনাকে শানিত করে যেমন এগিয়ে যাচ্ছে, তেমনি চেতনাকে ভোতা করে দিতে বৈরি শক্তি আজও নানা ফন্দিফিকির করছে।

লিখিত বক্তব্যে বলা হয়, শহিদ মিনার হবে চেতনার গণিপরিসর। এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। নতুন প্রজন্ম এখানে এসে বাঙালির গৌরবোজ্জ্বোল ইতিহাস জেনে গর্বিত হবে। এখানে বাণিজ্যিক স্থাপনা নির্মান ও ভাড়া দেওয়ার পরিকল্পনা চরম ধৃষ্টতা। শহিদ মিনারের চেতনাবিনাশী সকল তৎপরতা আমাদের রুখে দিতে হবে। শহিদ মিনারের মূল চেতনাকে নিয়ন্ত্রণ করার দুরভিসন্ধি আমাদের প্রতিহত করতে হবে।

সমাবেশে আয়োজকদের পক্ষ থেকে শহিদ মিনারে সমাবেশের জন্য ফি আদায়ের সিদ্ধান্ত বাতিল, আর্থিক প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়ার জন্য নির্মিত স্থাপনা অপসারণ, শহিদ মিনারের মূল নকশাবর্হিভূদ স্থাপনা অপসারণ, শহিদ মিনার কপপ্লেক্সের অপসামপ্ত কাজ দ্রুত সম্পন্নসহ সাত দফা দাবি জানানো হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, বাংলাদেশ জাসদ-এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাকির আহমেদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল ও দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট গোলাম সোবহান চৌধুরী ও কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, সম্মিলিত সামাজিক আন্দোলন, সিলেট এর আহবায়ক জান্নাতারা পান্না, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ আহমদ বাহলুল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, নাট্যকার বাবুল আহমদ, সাংস্কৃতিক সংগঠক প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, বাদশা গাজী প্রমুখ।

প্রতিবাদ সমাগমে সংহতি জানান তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে যাদু, সাংস্কৃতিক সংগঠক বিভাস শ্যাম যাদন, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি মনিষা ওয়াহিদ, দুষ্কাল প্রতিরোধ আন্দোলনের নিরঞ্জন সরকার, হাওর রক্ষা আন্দোলনের সাজিদুর রহমান সোহেল, চিত্রশিল্পী ইসমাইল গণি হিমন, লেখক ও গবেষক এডভোকেট আব্দুল মালিক, সাংবাদিক দেবব্রত দিপন প্রমুখ।