শিরোনাম
কদমতলী কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল কাদির আর নেই সিলামে ডাকাতি, লুন্টিত মালামাল উদ্ধারসহ পলাতকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন জকিগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক ব্যক্তি খুন দোয়ারাবাজারে ইউপি চেয়ারম্যানের নুর উদ্দিন আহমদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কিনব্রিজ’র সংস্কার কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নের দাবীতে স্মারকলিপি কঠোর আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অপতৎপরতা বন্ধ করা হবে: আল্লামা আব্দুল হামিদ রবিউল আউয়ালের তাৎপর্য ও করণীয় গোলাপগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাত গ্রেপ্তার দক্ষিণ সুরমায় দাউপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত, থানায় অভিযোগ দক্ষিণ সুরমায় মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন

দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে- পররাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. একে আব্দুল মোমেন বলেছেন, যখই দেশে অন্যায়-দুর্নীতি দেখা দেয়, তখনই সরকার তা শক্ত হাতে দমন করে। দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তাই দুর্নীতি মাথাছাড়া দিয়ে উঠলেই সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

খাদিমনগর ইউনিয়নের বাইশটিলা গ্রামের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় সিলেট সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজারে পাঠানগাঁওয়ে অবস্থিত রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক ও রিসোর্টের উদ্বোধন করেন মন্ত্রী।

রিসোর্ট উদ্বোধনকালে মন্ত্রী বলেন, করোনা মহামারিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তা বিরল। রাতারগুল অর্গানিক এগ্রো টেকনোলজি পার্ক ও রিসোর্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি আরো বলেন, এই রিসোর্টের ফলে এই এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম চৌধুরী।

এসব অনুষ্ঠানে মন্ত্রীর সাথে ছিলেন, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিনী মিসেস সেলিনা মোমেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, এ এস পি নজরুল ইসলাম, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ, ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, সদর ইঞ্জিনিয়ার সাইফুল আজম, সিলেট চেম্বারের সভাপতি এটি এম শোয়েব, সিলেট সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস এম শাহাদত হোসেন, গোয়াইনঘাট থানায় অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, মহানগর যুবলীগের আহবায়ক আলম খাঁন মুক্তি, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দীন, সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ, সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি মো. ইকলাল আহমদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার সাকির , ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৬নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, ৭নং ওয়ার্ডের মেম্বার মো. আনছার আলী, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা জুয়েল আহমদ, এডভোকেট আবুল হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ