সিলেটের টাইমস ডেস্ক :: দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে ভার্চুয়াল দোয়া মাহফিল গত বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক কবির আহমদ, কার্যনির্বাহী সদস্য মঈন উদ্দিন ও সাবেক সভাপতি আজমল খান গত কয়েকদিন থেকে অসুস্থ রয়েছেন। তাদের সুস্থতা কামনা করে ভার্চুয়াল এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যকরী সদস্য খায়রুল আমিন রাফসানের কারিগরি সহায়তায় দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ সভাপতি সাহাদ উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান, সদস্য আজমল আহমদ রোমন প্রমূখ।
প্রেসক্লাব নেতৃবৃন্দের ও দেশ বিদেশের অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির লিটন। বিজ্ঞপ্তি