জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আপডেট সময় : ০৩:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ৪ বার পড়া হয়েছে
সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরের বাস স্টেশন-হাসপাতাল বাজার রাস্তার যানজট নিরসনে এবং রাস্তা সংস্কারকাজ বাস্তবায়ন করতে অন্তত ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সমাজসেবী হোসাইন আহমদ ও মাসুক আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ল্যান্ড অফিসের সার্ভেয়ারসহ বাজার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ জানান, উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ হাসপাতাল থেকে বাস-স্টোশন সড়ক দীর্ঘদিন থেকে অবৈধভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু লোকজন।
রাস্তা প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন এবং পথচারী সহ জনসাধারনের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাজারসহ অন্যান্য জায়গা দখল করে যারা ব্যবসা করছেন সরকারী সার্ভেয়ার দিয়ে ভূমি জরিপ করে তাদেরকে উচ্ছেদ করা হবে।