জমির বন্ধকি পরিশোধ না করেই চাষাবাদে বাধা ও হুমকির অভিযোগ

- আপডেট সময় : ১২:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
- / 239
মহসিন রেজা নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমির কট (বন্ধকি) পরিশোধ না করেই চাষাবাদে বাধা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিলউথরাইল গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছাঃ নার্গিস বেগম বাদী হয়ে মান্দা থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিলউথরাইল গ্রামের আব্দুল কায়েম মোল্যার নিজের নামের বিলইথরাইল মৌজার ৩০ কাঠা জমি গত ১৫/১০/২০২২ তারিখে ১ লক্ষ ৭৫ হাজার টাকার বিনিময়ে অভিযোগকারীর স্বামী মালেকুল ইসলামের কাছে বন্ধক রাখে।
এরপর থেকেই উক্ত জমিতে চাষাবাদ করে ভোগ দখল করে আসছে অভিযোগকারীরা। চলতি মৌসুমে পুনরায় জমিতে হালচাষের জন্য গেলে বিবাদীগণ জমিতে গিয়ে হালচাষ করতে দিবে না বলে জানায়। শর্ত মোতাবেক অভিযোগ কারীদের প্রদানকৃত টাকা ফেরত চাইলে বিবাদীগণ জমি অথবা টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুজাত দিতে থাকে।
এমতাবস্থায় গত ২৪ শে জুন সোমবার সকাল ১০ টায় অভিযোগকারীরা বন্ধকী জমিতে হালচাষ করলে, বিবাদীগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে দুপুরে শঙ্খবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, হাসুয়া,লোহার রড ইত্যাদি নিয়ে অভিযোগকারীর বসত বাড়ীর সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও বন্ধকী জমিতে আবার গেলে মারধরের হুমকী প্রদান করে।
এমতাবস্থায় ভুক্তভোগী পরিবারের দেওয়া টাকা ফেরতের ব্যবস্থা নয়তো বন্ধক কৃত জমি চাষবাদ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের।
এদিকে অভিযুক্ত আব্দুল কায়েম মোল্যার দাবি অভিযুক্তদের দেওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে।
আর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক কাজী।