রিয়াজ রহমান : সুনামগঞ্জের জগন্নাথপুরে তরুণ সমাজসেবক, ব্যবসায়ী মল্লিক আফজল হোসেনকে হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারে ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট ( বৃহস্পতিবার) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে সর্বস্তরের প্রতিবাদী জনতার আয়োজনে বিপুল সংখ্যক লোকজনের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী হাসিম উল্ল্যা।
তরুণ সমাজসেবক সাংবাদিক জাকারিয়া আহমদের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া ব্যাক্তিত্ব শাহ মাহফুজুল করীম, সাবেক ফুটবলার আব্দুল আলী, আব্দুল ওয়াহিদ, রফিক উদ্দিন, আব্দুল কাহার, মতছির আলী সহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা নৃশংস হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
নিহত আফজল হোসেনের পিতা মল্লিক আকমল হোসেন তার ছেলের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন। এ সময় ইসহাকপুর, লুদরপুর, ইনাতনগর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : গত ৫ আগস্ট রাতে উপজেলার সৈয়দপুর বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় নির্মমভাবে খুন হন জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর মল্লিকপাড়া এলাকার মল্লিক আকমল হোসেনের ছেলে মল্লিক আফজল হোসেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।