গোলাপগঞ্জে মোবাইলে প্রাণনাশের হুমকী থানায় জিডি

- আপডেট সময় : ১০:৫৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
সিলেট জেলার গোলাপগঞ্জ থানার দরগা বাজারের উত্তর আলমপুর গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে তেরা মিয়া-কে প্রাণনাশের হুমকী দিয়েছে বলে জানা গেছে। এব্যাপারে তেরা মিয়া বাদী হয়ে গত ১৯ নভেম্বর রবিবার গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। জিডি নং- ৮২১।
সাধারণ ডায়রী সূত্রে জানা যায়, গত ১৫/১১/২০২৩ইং তারিখ রাত আনুমান ১০:১০ ঘটিকার সময় ও ১৬/১১/২০২৩ইং তারিখ রাত অনুমান ১২টার সময় অজ্ঞাতনামা কে বা কারা ০১৭৯২ ২৫০৪৪৬ ও ০১৭৫৯ ৩৭৩০৩৭ এই দু’টি মোবাইল নম্বর থেকে বাদী তেরা মিয়ার স্ত্রীর মোবাইল ০১৭২০ ২৩৬৪৮৭ নম্বর ফোন দিয়ে আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকী দিয়ে বলে, ‘তোর স্বামী তেরা মিয়াকে ঢাকাদক্ষিণ বা ভাদেশ^র বাজারে পেলে প্রাণে মেরে লাশ গুম করে ফেলবো। এরপর থেকে বাদী তেরা মিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জীবনের নিরাপত্তা চেয়ে তেরা মিয়া গোলাপগঞ্জ থানায় জিডি করেছেন। তিনি প্রশাসনের প্রতি হুমকীদাতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।