শিরোনাম
সিলেট পরিবেশ অধিদপ্তর অফিসের অনিয়মে নাজেহাল সাধারণ নাগরিকরা, সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন নবীগঞ্জ থানার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা আটক ৮ সিলেটে ৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল সুরক্ষা-নিরাপত্তা শীর্ষক কর্মশালা ও ইফতার অসুস্থ আলহাজ্ব সৈয়দ মকবুল হোসেন মাখন মিয়ার শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র নেতৃবৃন্দ লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে কক্সবাজারে সামরাই খাল উদ্ধারে পরিবেশবাদী সংগঠনের মানববন্ধন ও বিশ্ব পানি দিবস পালিত চৈত্রের বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ না অভিশাপ ভারতীয় চলচ্চিত্রের অভিনেত্রী রানী মুখার্জীর শুভ জন্মদিন আজ মা’গো———- ওও —————মা’গো নবীগঞ্জে বাগাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন (সেলিম) এর দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০২:৪৫ পূর্বাহ্ন

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
খেলাফত মজলিস

বিজ্ঞাপন

গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের সিলেট মহানগর শাখার মজলিসে শুরা আজ ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় নগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের সেমিনার কক্ষে শাখা সভাপতি অধ্যাপক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মহানগর সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত মজলিসে শুরায় সিলেট মহানগর ও থানা শাখাসমূহের বার্ষিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা করা হয়।

মজলিসে শুরার সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২২-২৩ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হন হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন হাফেজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন, সংগঠনের মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আব্দুল কাদের।

নবনির্বাচিত সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মহাসচিব অধ্যাপক ড. আহমেদ আব্দুল কাদের।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেনঃ জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এবং খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে। তিনি আলেম উলামা ও বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তিসহ তাদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবী জানান। সংগঠনের ৮দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৫ ফেব্রুয়ারি কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে সিলেট মহানগর শাখার সকল নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের যুগ্নমহাসচিব ডা. এ এ তাওসীফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুশাহিদ আলী।

শুরা অধিবেশনে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার ২০২২-২৩ সেশনের নবনির্বাচিত নির্বাহী কমিটির দায়িত্বশীলবৃন্দ হলেন:
সভাপতি- হাফেজ মাওলানা তাজুল ইসলাম হাসান। সহ-সভাপতি- মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডা. মুহাম্মদ ফয়জুল হক, আব্দুল হান্নান তাপাদার, কে. এম আব্দুল্লাহ আল মামুন, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা নূরুল ইসলাম জাকারিয়া।

সাধারণ সম্পাদক- হাফেজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক- আহমদ সাইফুর রহমান, মাওলানা জুনায়েদ আহমদ, মাসুদ আহমদ। সাংগঠনিক সম্পাদক- আব্দুশ শহীদ। সহ-সাংগঠনিক সম্পাদক- তৌফিকুল ইসলাম ছাবির। সহ বায়তুলমাল সম্পাদক- মুহাম্মদ তাহির চৌধুরী। প্রশিক্ষণ সম্পাদক- হাফেজ মাওলানা মঞ্জুরে মাওলা। সমাজকল্যাণ সম্পাদক- ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম। দাওয়াহ সম্পাদক- মাওলানা নূরুল ইসলাম চৌধুরী। শিক্ষা বিষয়ক সম্পাদক- মাওলানা খায়রুল ইসলাম। উলামা বিষয়ক সম্পাদক- মাওলানা ওলিউর রহমান। অফিস ও প্রকাশনা সম্পাদক- মাওলানা কাওসার আহমদ চৌধুরী। প্রচার সম্পাদক- আফজাল হুসাইন কামিল। পেশাজীবি সম্পাদক- মুহাম্মদ নজরুল ইসলাম। শ্রম বিষয়ক সম্পাদক- মাওলানা মাশুক আহমদ। যুব বিষয়ক সম্পাদক- হাফেজ মাওলানা জাকারিয়া আল হাসান। সহ-যুব বিষয়ক সম্পাদক- তৌহিদ আহমদ চৌধুরী। মহিলা বিষয়ক সম্পাদিকা- মিসেস বজলুর রহমান। নির্বাহী সদস্যঃ হাফেজ মাওলানা আলা উদ্দিন, মাওলানা বেলাল উদ্দীন আহমদ চৌধুরী ওয়েছ, মুহাম্মদ ফারুক মিয়া, মাওলানা হাফেজ আব্দুল হামিদ, মুহাম্মদ কামরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সেলিম আহমদ, জুবায়ের আহমদ, মুহাম্মদ রেজওয়ানুল হক।
.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ