শিরোনাম
সুপরিকল্পিত উন্নয়নের জন্য আনোয়ারুজ্জামানকে বিজয়ী করতে হবে: মো: জাকির হোসেন  গোলাপগঞ্জে মাদ্রাসার ছাদ ধসে পড়ে ৩ শিক্ষার্থী আহত কুলাউড়ায় পেনশনের টাকার জন্য স্বামীকে হত্যা, ঘাতক স্ত্রী-সন্তানসহ ৪ জন আটক সিলেট নগরীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহপরিচারিকাকে ধর্ষণ, গ্রেপ্তার ১ অবিলম্বে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে: মাহমুদুল হাসান ইংল্যান্ড প্রবাসীর কয়েক লাখ টাকা নিয়ে ‘লাপাত্তা’ অভয়নগরের প্রতারক সবুজ সিসিক নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক মঈন উদ্দিনের মনোনয়নপত্র দাখিল দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক কোনো ষড়যন্ত্র লাঙ্গলের বিজয় রুখতে পারবে না ইনশাআল্লাহ: নজরুল ইসলাম বাবুল নির্বাচিত হলে ব্যবসায়ীদের কল্যাণে গুরুত্ব দিয়ে কাজ করব: আনোয়ারুজ্জামান চৌধুরী
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
add

কওমি মাদরাসা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার

রিপোটারের নাম
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
মাদরাসা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার

কওমি মাদরাসা খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে এ সংক্রান্ত নোটিশ দিয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মোট ৬টি শর্তে কওমি মাদরাসার কিতাব বিভাগ খোলার অনুমতি দেয়া হয়েছে। এর আগে গত ২৪ আগস্ট কওমির দাওরায়ে হাদীস পরীক্ষার অনুমতি দেয় সরকার। এছাড়া গত ১২ জুলাই থেকে হিফজ বিভাগ খোলার অনুমতি দেয়া হয়। বেশকিছুদিন ধরে কওমি মাদরাসা খুলে দেয়ার দাবি ঊঠতে থাকে। গত ১৭ আগস্ট কওমি মাদরাসা খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত আবেদন জানায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেয় বোর্ডটির কর্মকর্তারা। এছাড়া অন্যান্য আলেমরাও বক্তব্য বিবৃতির মাধ্যমে কওমি মাদরাসা খুলে দেয়ার দাবি জানান। সে প্রেক্ষিতে গত ২৪ আগস্ট মন্ত্রী পরিষদের সভা থেকে কওমির মাস্টার্স পর্যায়ের পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হয়। এর একদিন পর কওমির কিতাব বিভাগ খোলারও অনুমতি দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে শিক্ষাবোর্ডের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে কওমি মাদ্রারাসার কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়া হল। এক্ষেত্রে প্রয়োজনে স্বাস্থ্য বিভাগ মনিটরিং করতে পারবে বলেও নোটিশে উল্লেখ করা হয়। এ সময় ৬ টি স্বাস্থবিধি মেনে চলারও নির্দেশনা দেয়া হয়। শর্তগুলো হলো: ১. প্রত্যেক শিক্ষার্থীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস, মাথায় নিরাপত্তা টুপি পরা আবশ্যক। ২. মাদরাসায় প্রবেশের আগে গেটে স্যানিটাইজিং করতে হবে। ৩. শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে অবস্থান করবে, বিক্ষিপ্তভাবে চলাফেরা করবে না। ৪. একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থী থেকে কমপক্ষে ৩ ফুট দূরত্বে অবস্থান করবে। ৫. করোনার কারণে কোলাকুলি ও হাত মেলানো যাবে না। এবং ৬. শিক্ষক ও কর্মচারীরাও একইভাবে সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস করাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ