আব্দুল কাদির বাগেরখালী দলইর গাঁও মাদরাসায় শায়খুল হাদীস পদে যোগদান

- আপডেট সময় : ০৯:৪২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০ ৫৬৭ বার পড়া হয়েছে
সিলেটের টাইমস ডেস্ক :: সিলেটের স্বনামধন্য আলেম সিলেট আবু তুরাব শাহী মসজিদের খতীব ঐতিহ্যবাহী মাদরাসাতুল উলূম হরিপুর মাদরাসার শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুল কাদির বাগেরখালী সাহেব দলইর গাঁও টাইটেল মাদরাসায় শায়খুল হাদীস পদে যোগদান করেছেন।গত রবিবার আনুষ্টানিক ভাবে মাদরাসায় শায়খুল হাদীস পদের দায়িত্বভার গ্রহন করেন।
উল্লেখ্য যে,দলইর গাঁও জামেয়ার দাওরায়ে হাদীসের প্রতিষ্ঠাকাল থেকে কুতবে কোম্পানিগঞ্জ আল্লামা আব্দুল মান্নান রহঃ দায়িত্বরত ছিলেন।
তাহার ইন্তেকালের পর শূন্য পদে কিছুদিন দারস প্রদান করেন শায়খুল হাদীস আহমদ আলী সাহেব চিল্লার হুজুর।
পরবর্তীতে উক্ত পদের দায়িত্ব গ্রহণ করেন সিলেটের সুপরিচিত শায়খুল হাদীস, আল্লামা আব্দুল মান্নান রহঃ এর সহপাঠী, শায়খুল হাদীস হযরত মাওঃ মাহমুদুল হাসান সাহেব রায়গড়ী।
হুজুরের শারীরিক অবস্থা নাজুক হওয়াতে জামেয়ার দারস প্রদানে অপারগতা প্রকাশ করেন।অবশেষে রায়গড়ী হুজুরের অনুমতিক্রমে বাগেরখালী হুজুরের সাথে যোগাযোগ করলে হযরত দলইর গাঁও জামেয়ার দাওরায়ে হাদীসের বুখারী শরীফের দারস প্রদানে সম্মতি দেন।