অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারকে গ্রেফতারের
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব সিলেট
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর প্রধান উপদেষ্টা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিএনপির ঢাকা মহানগর উত্তর এর সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক, পেশাজীবী নেতা ও বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দ।
অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার এর অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ নাজমুল ইসলাম। তিনি এক বিবৃতিতে বলেন, দেশে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবীকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এবং বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বী নেতা কর্মীদের দমনের জন্য এই গ্রেফতার করা হচ্ছে যা, একটি সভ্যদেশে কোনভাবেই কাম্য নয়। নেতৃবৃন্দ কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ নিহত হয়েছে তাদের রূহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।
বিগত কয়েক দিনে অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারসহ যে সমস্ত ছাত্রছাত্রী ও নেতাকর্মী গ্রেফতার হয়েছে, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) অবিলম্বে তাদের মুক্তির দাবী জানান। তিনি আরো বলেন, অধ্যাপক ডা: ডোনার এক জন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ এবং বাংলাদেশ ক্যান্সার ইনষ্টিটিউট ও হাসপাতালের সাবেক প্রকল্প পরিচালক। তিনি নানা রোগে আক্রান্ত এবং গুরুতর অসুস্থ। এ অবস্থাায় একজন স্বনামধন্য পেশাজীবী ব্যাক্তিকে গ্রেফতার করা খুবই দুঃখজনক ও বেদনা দায়ক, যা মানবাধিকার লংঘন।
অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনারকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে তাঁর সুচিকিৎসা নিশ্চিত কারার জোর দাবী জানিয়েছেন তিনি ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দ।